কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার মামলায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল।আজ রোববার দুপুরে রাজধানীর চানখারপুল এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোনও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া চারজন হলেন মো. রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মো. মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), মো. আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)।
গত ১০ এপ্রিল ২০১৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহ্সান এর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয় ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত চার জনের মধ্যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। শুধুমাত্র মাসুদ আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অন্য তিন জন কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নন।
ঢাকা,রোববার,২৯ এপ্রিল , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।