কাবুলে দুইদফা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আফগানিস্তানের সাংবাদিকদের নিরাপত্তা কমিটির পরিচালক নাজিব শারিফী জানান, নিহতদের মধ্যে এক নারীসহ আটজন সাংবাদিক রয়েছেন। সিএনএন জানিয়েছে, বিস্ফোরণ দুটিতে আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে কাবুলে দুটি বোমার বিস্ফোরণ হয়। প্রথম বোমাটি সকাল ৮টার দিকে শহরের শাসদারাক এলাকায় বিস্ফোরিত হয়। এই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ আফগানিস্তানের সরকারি ভবনগুলো অবস্থিত।বিস্ফোরণের পর সাংবাদিকরা সেখানে ছুটে গেলে দ্বিতীয় বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় দায়িত্ব পালনরত আট সাংবাদিক নিহত হন।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার,৩০ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।