রাজধানীর মিরপুরে বাংলা কলেজের পাশে একটি কোয়ার্টারের চতুর্থ তলা থেকে মা ও দুই শিশু সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে দারুস সালাম থানার পুলিশ। আজ সোমবার সন্ধ্যার পর পুলিশ এই তিনটি লাশ উদ্ধার করে।নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে আসিফা (০৯) এবং আবিলা (০৫)। তার স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।ওই পুলিশ কর্মকর্তা বলেন, তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
ঢাকা,সোমবার,৩০ এপ্রিল , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।