কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩১ মে।। পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও হত দরিদ্রদের মাঝে নয়টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বে-সরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড’র উদ্যোগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা মসজিদ, নবীপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, গামইরতলা আনোয়ারউল ইসলাম জামে মসজিদ,কলাপাড়া পৌরসভার বড় শিকদার বাড়ি নেছারিয়া ইসলামিয়া দ্বীন ইয়া হাফিজিয়া মাদ্রাসা, টিয়াখালী ইউনিয়নের আলহাজ্ব মাহবুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ হতদরিদ্রদের মাঝে এ টিউবওয়েল বিতরণ করা হয়। মুসলিম এইড কলাপাড়া শাখার ব্যবস্থাপক সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমান। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাতীয় পার্টি কলাপাড়া পৌর শাখার সভাপতি
মো.রেজাউল করিম, সাবেক শিক্ষক মো.মোস্তাফিজুর রহমান, মাও.মো.মনির উদ্দিন প্রমুখ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,বৃহস্পতিবার,৩১ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।