বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপ এবং আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ জুলাই গণসংবর্ধনা দেবে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।তিনি জানান,দলের কর্ম-পরিকল্পনা ঠিক করতে ডাকা হয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এই সভা। সভায় সিদ্ধান্ত হয় ৭ জুন ছয় দফা দিবস পালন করবে আওয়ামী লীগ। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১০ তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আর ৭ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।ওবায়দুল কাদের জানান, রাজশাহী, বরিশাল এবং সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন করতে হবে ১৮ থেকে ২১ জুন। আর এই তিন সিটিতে দলের মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করা হবে পরের দিন ২২ জুন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২২ তারিখে মনোনয়ন সভার বসবে। সেই সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করবেন।’ এসময় তিনি আরো বলেন, ‘এবারের নির্বাচনে নতুন চমক আসবে। প্রার্থিতার ক্ষেত্রে এই চমক থাকবে। মনোনয়ন এখনও কোনো চূড়ান্ত রুপ নেইনি। অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সাংস্কৃতিক ক্ষেত্রে, ক্রীড়াঙ্গনে, গণমাধ্যমের কিছু প্রার্থীর আবেদন আছে। তাঁদের নাম বলবো না। এবিষয়ে এখনও আলোচনা চলছে।’
সাকিব ও মাশরাফির নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব আল হাসান ও মাশরাফির ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। সাকিবের সঙ্গে কথা হয়েছে। ক্রিকেট বিশ্বকাপের আগে নির্বাচন, রাজনীতিতে আসার কোনো ভাবনা তাদের নেই। বিশ্বকাপের পরে দেখা যাবে তারা কে কে নির্বাচন করবে। কোন আসন থেকে করবে।
ঢাকা, বৃহস্পতিবার,৩১ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।