জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র ছোট ভাই দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে দর্পনের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী ডলি ও সাড়ে চার বছর বয়সী ছেলে অংশকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করতেন দ্বীপ। পুলিশ জানিয়েছে, ভোরে দর্পন মোহাম্মদপুরের শেখের টেকের ৬নং রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন।ময়না-তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছে। তবে ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান আদাবর থানার ওসি।
জানা যায়, ময়না-তদন্ত শেষে বৃহস্পতিবার বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বীপের মরদেহ দাফন করা হয়েছে।দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ওসি জানান, দর্পন দ্বীপ মানসিকভাবে অসুস্থ ছিলেন।নেক দিন ধরেই মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন দ্বীপ। কিছুদিন আগে দ্বীপের ‘ভালবাসি তোমায়’ গানটি প্রকাশিত হয়েছে। গানটিতে ভালো সাড়াও পেয়েছিলেন তিনি।
গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করতেন তিনি। ভাই অপূর্ব অভিনীত অনেক নাটকেরও আবহ তৈরি করেছেন তিনি।
বিনোধন ডেস্ক:,বৃহস্পতিবার,১৩ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।