গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়পাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন।এতে আহত হয়েছ্নে অন্তত ২০ যাত্রী।সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ভাটিয়পাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন এবং কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত কমপক্ষে ২০ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা,সোমবার,২৯ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।