মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ দশজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা গেছেন বলে জানা গেছে।আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ,শুক্রবার,২২ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।