ঢাকা : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশ ভাগ্যবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে এপেক্স, সমাজের কল্যাণে করে তারা । এছাড়া দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। আজকের সম্মেলন এপেক্স এর কাজকে গতিশীল করবে। এই জন্য এপেক্সদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজ ও দেশের উন্নয়ন মূলক কাজের জন্য সবধরণের সহযোগিতা প্রদান করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করতে হবে। আমাদের উন্নত দেশের কাতারে পৌছাতে এপেক্স এর বলিষ্ট ভূমিকা থাকা প্রয়োজন।
আজ শুক্রবার কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে এপেক্স বাংলাদেশ জেলা ২ এর ৩৮ তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন; দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। এপেক্স আর্ত পীড়িত মানুষের কল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের তরুণ সমাজকে মাদকের দূরারোগ্য ব্যাধি থেকে উত্তরণে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। তরুণরাই দেশ ও জাতির দুঃসময়ে কল্যাণকর ভূমিকা রাখে। আমাদের স্বাধীনতা ও ভাষা আন্দোলনে তাদের ভূমিকা অনস্বীকার্য। আর সকল অনৈতিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে অবস্থান থেকে।
বাংলাদেশ এপেক্সের প্রতিটি ক্লাবের সদস্যদের এপেক্সের আদর্শকে নিজের জীবনে ধারণ করতে হবে। সত্য ও ন্যায়ের পথে চলার মাধ্যমেই সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়াবে। প্রত্যেককে ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে সমাজের জন্য কাজ করতে হবে। সদস্যরা স্ব স্ব অবস্থান থেকে দেশের জন্য অবদান রাখবেন। সন্ত্রাশ জঙ্গবাদসহ নানা অসামাজিক কাজ দূর করতে এপেক্সদের সংঘবদ্ধ থাকতে হবে।
কৃষি মন্ত্রী এসময় দানবীর রনদা প্রসাদ সাহার জীবনের মানবকল্যাণকর নানা দিক তুলে ধরেন।
উল্লেখ্য, এপেক্স বাংলাদেশ একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। ১৯৩১ সালে অস্ট্রেলিয়ার জিলং শহরে তিন তরুণ প্রকৌশলী এই ক্লাব প্রতিষ্ঠা করেন। অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় আটটি দেশে সেবা, সৌহার্দ্য এবং বন্ধুত্বের মূল মন্ত্র নিয়ে কাজ করে তরুণদের এই সংগঠন। দেশে ১৯৬১ সালে প্রকৌশলী সুলেমান খান এই সেবা আন্দোলনকে পরিচয় করিয়ে দেন। বর্তমানে সারাদেশে ১২০টি ক্লাবের মাধ্যমে ৪ হাজারের বেশি সদস্য তরুণ সমাজের জন্য নিয়মিত কাজ করে যাচেছন।
এপেক্স জেলা ২ এর গভর্ণর এপেক্স —হারুন অর রচশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্স সৈয়দ মোয়াজ্জেম হোসেন,এম এ কাইয়ুম চৌধুরী,মোস্তফা কামাল, নিজাম উদ্দিন পিন্টু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনহাজ আহমেস,এপেক্স মাহফুজ রহমান ও হাসনাইন ইমতিয়াজ সিহাব প্রমূখ।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা ,শুক্রবার, ২৯ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।