ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় চোর সন্দেহে সাগর (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আজ শুক্রবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকা থেকে আক্কাসকে গ্রেপ্তার করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।এর আগে
গত সোমবার সকালে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের আক্কাস আলী ও তাঁর ভাইয়েরা মিলে চোর সন্দেহে সাগরকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ কাশবনে গুম করে রাখে তারা।ঘটনার পরের দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেই লাশ কাশবন থেকে উদ্ধার করে।
ময়মনসিংহ,শুক্রবার,২৯ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।