আগামীকাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে বিশ্ব সন্ত্রাসবাদের কথা মাথায় রেখে আগতদের পাঁচ স্তরে নিরাপত্তার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও পুরো ইজতেমা মাঠকে পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে পুলিশ।
প্রথম পর্বের তিনদিন ব্যাপী ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে দেশের নির্দিষ্ট ১৬টি জেলা থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।আশুলিয়ার রাস্তা থেকে সরাসরি মাঠে প্রবেশ করতে সেনাবাহিনীর সহযোগিতায় তুরাগ নদীতে নির্মাণ করা হয়েছে ৭টি অস্থায়ী সেতু। এদিকে পুলিশ জানিয়েছে, নিরাপত্তায় ইজতেমা মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ হাজার সদস্য নিয়োজিত করার পাশাপাশি মাঠ পর্যবেক্ষণে থাকছে নয়টি ওয়াচ টাওয়ার। প্রতিটি মোড়ে বসানো হয়েছে চারমুখী সিসি ক্যামেরা।
ঢাকা,বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।