পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় শিউলি আক্তার(০৬) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে নূরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানাগেছে,কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের রিকশা চালক মোঃ জসিম উদ্দেনের মেয়ে শিউলি ওই স্কুলের শিশু শ্রেণি ছাত্রী ছিলেন। সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপরের সময় একটি অটোরিকশার ধাক্কা দিলে ঘটনাস্থলে শিউলি নিহত হয়। তার মৃত্যুতে স্কুলের ছাত্র/ছাত্রীর ও
এলাকাবাসী নুরাইনপূর বাজারের রাস্তা বন্ধ করে দেয়। পরে উপজেলা নির্বাহী
অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ওই বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ।
হারুন অর রশিদ,বাউফল প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার, ০৫ ডিসেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।