কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বেসরকারিভাবে সাক্কু মেয়র নির্বাচিত। তিনি প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নির্বাচনের মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। এ দুটি কেন্দ্রের মোট ভোট বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে কম।১০১ কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট আর নৌকা মার্কার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।আজ বৃহস্পতিবার দিনভর ভোট শেষে সন্ধ্যার পর থেকে অস্থায়ী কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
এর আগে টানা ৮ ঘন্টা ভোটগ্রহণ শেষে বিকেল ৪ টায় শুরু হলে অপেক্ষায় থাকেন ভোটার ও প্রার্থীরা।
কুমিল্লা,বৃহস্পতিবার, ৩০ মার্চ, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।