মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। সোমবার সকালে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের এ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ঐ তিন জন ডাকাতি ও চাদাবাজির সঙ্গে জড়িত। পুলিশ গণমাধ্যমকে জানায়,“মটমুড়া গ্রামের কয়েকটি ইটভাটার মালিকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে অজ্ঞাত চাঁদাবাজরা। আজ ভোরের দিকে একতা ইটভাটায় বেশ কয়েকজন চাঁদাবাজ অস্ত্রসহ চাঁদা আদায়ের চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চাঁদাবাজরা পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ।
গোলাগুলির একপর্যায়ে চাঁদাবাজরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি শুট্যার গান, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।
মেহেরপুর, মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।