অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ইভিএম সমর্থন করে আওয়ামী লীগ, অন্যদিকে নির্বাচনে হেরে গিয়ে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ তুলতে পারবে না বলেই ইভিএম চাচ্ছে না বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ইভিএম ব্যবহার দেশের নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে।এসময় তিনি বলেন, নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতেই আমরা ইভিএম সাপোর্ট করি। নির্বাচন সম্পর্কে মানুষের ‘খারাপ ধারণা’ দূর করতে ইভিএম দরকার। ইভিএম হচ্ছে আধুনিক ভোটিং পদ্ধতি। সিলেটেও বিএনপি দু’টি ইভিএমের কেন্দ্রে জয়ী হয়েছে। তারা জিতলে মানবে আর হারলেই কারচুপির অভিযোগ তুলবে।কিন্তু ইভিএমে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই।’ আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হতে পারবে না বলেই নানা অভিযোগ দিচ্ছে তারা।
ইভিএম নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ‘নোট অব ডিসেন্ট (আপত্তি)’ দিয়েছেন । এই প্রসঙ্গে কাদের বলেন, এক জন নোট অব ডিসেন্ট দিতেই পারেন। সিইসিসহ পাঁচ জন কমিশনারের মধ্যে সবার মতামত যে এক হবে এমন তো কোনো কথা নেই। এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। একজন ভিন্ন মত দিতেই পারেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের চেয়েও দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তারা (বিএনপি) অংশ নেয়নি, এটা তাদের ব্যাপার। এবারও যদি তারা অংশ না নেয়, এটাও তাদের ব্যাপার। নির্বাচনে অংশগ্রহণ করা তাদের অধিকার। এটা কোনো সুযোগ নয়। কোনো গণতান্ত্রিক দেশে সরকার সুযোগ বিতরণ করে না। এখানেও সুযোগ বিতরণের কোনো স্কোপ নেই।’তিনি বলেন, ‘নির্বাচন তাদের (বিএনপি) গণতান্ত্রিক অধিকার। তারা নির্বাচনে অংশ নিবে।’
ঢাকা,শুক্রবার,৩১ আগস্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।