ঢাকা : একটি লাল-সবুজ পতাকার দেশ। এই লাল সবুজ-পতাকা আমাদের অহংকার। বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। লাল-সবুজ পতাকা তোমার মাঝেই স্বপ্নের শুরু। এই লাল- সবুজ পতাকা তোমার মাঝেই শেষ ৷ তবু মনের অন্তরস্থল হতে ভালো লাগা ভালোবাসাময় তুমি। এই লাল- সবুজ পতাকার দেশ আমার বাংলাদেশ। সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার।
ভালো থাকুক লাল-সবুজ পতাকার দেশ বাংলাদেশ।
লাখো লাখো মানুষের সংগ্রাম ও ত্যাগে অর্জিত এই বিজয় আমাদের অনুপ্রেরণা।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
সাংবাদিক মাসুদ হাসান মোল্লা রিদম
সহ-সাংগঠনিক সম্পাদক,ঢাকা উত্তর সাংবাদিক ফোরাম