গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীর ভেতরে সংলগ্ন স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীর সংলগ্ন ইন্দ্রপুর এলাকায় ঝোপের ভেতর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্ক কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে শার্ট এবং প্যান্ট রয়েছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, পার্কের চার নম্বর গেইট এলাকায় যুবকের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
গাজীপুর,মঙ্গলবার,৩০ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।