চট্টগ্রামের রাউজানে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। উপজেলার দমদমিয়া এলাকায় বুধবার (৩১ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।ট্রাক চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল। বিপরীতে রাঙ্গুনিয়া থেকে বালু বোঝাই ট্রাকটি আসছিল। ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান।এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ট্রাক চালককে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
চট্টগ্রাম,বুধবার,৩১ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।