নড়াইলের কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের বনি মোল্লা হত্যা মামলার ২৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।
বুধবার (৩১ মার্চ) দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১৯ সালের ১১ মে সকালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে বনি মোল্লাকে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর বনি মোল্লার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার ২ দিন পরে নিহতের বাবা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে এ মামলায় আরও দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয় বলে পুলিশের দাবি।
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইকরাম হোসেন ২০২০ সালের ১৫ মার্চ ৩০ জনের নাম উল্লেখ করে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করা হয়। এ মামলার দুজন আসামির বিচারকার্য শিশু আদালতে চলছে।
খুলনা,বুধবার,৩১ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।