মহান বিজয় দিবস আজ।আজ সেই ১৬ ডিসেম্বর। বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার দিন। অসীম রক্তের বদলে বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তী উৎসবে রঙিন হওয়ার দিন আজ।অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয়। লাখ লাখ মানুষের উৎসর্গিত জীবন, মা-বোনের লুণ্ঠিত ইজ্জত ও শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় লাল-সবুজের বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া স্বাধীনতার লড়াই বিজয়ের পূর্ণতায় ধরা দেয় বাংলার মানুষের কাছে। জাতি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে। দীর্ঘ নয় মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানরা এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনেন। সেই সকল শহীদদের প্রতি এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ খেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাসির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)
এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।