রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় দুই পথচারী মারা গেছেন। এ ঘটনায় আহত আরও ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে, গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার পাশে নারায়ণগঞ্জ থেকে আসা মেঘলা পরিবহন ব্রেক ফেল করে। এ সময় ফ্লাইওভারে থাকা একটি পকেট গেট থেকে পথচারীরা রাস্তা পার হচ্ছিলেন। তাদের ওপর মেঘলা পরিবহনের বাসটি উঠে গেলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত ৩ জনের অবস্থা গুরুতর নয়। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালককে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা উদ্ধার অভিযানে অংশ নেয়।
ঢাকা,শনিবার ০৮ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।