নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের কাঁচারি গলিতে ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ,বুধবার ১২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।