আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দল ও আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে দেশের প্রতিটি ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সরকার।বৃহস্পতিবার (২১ জুলাই) দেশের ২৬ হাজার ২২৯টি পরিবারের হাতে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর প্রদান করা হয়। শেখ হাসিনা বলেন, সরকারের এ পদক্ষেপে ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন বাস্তব হলো। এ প্রকল্প বাস্তবায়নে যেখানে সরকারের খাসজমির অভাব ছিল, সেখানে জমি কিনে ঘর তৈরি করে দেয়া হয়েছে।স্থানগুলো হচ্ছে- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্প, বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্প, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন চর ভেড়ামারা আশ্রয়ণ প্রকল্প, পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলাধীন মহানপাড়া আশ্রয়ণ প্রকল্প ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাধীন জাঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্প।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় ও মাগুরা জেলার সব কটি উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন।
বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও হাহাকার চলছে উল্লেখ করে ভবিষ্যতে ভালো থাকার জন্য দেশবাসীকে এখন থেকেই বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা,বৃহস্পতিবার ২১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।