চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই ও ৩ কনস্টেবলসহ ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পৌনে ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রতন কান্তি দে, কনস্টেবল আরিফ হোসেন, মোবারক হোসেন ও চালক জহির। গুরুতর আহত আরিফ হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঢাকা থেকে কক্সবাজারে আসামি নিয়ে যাচ্ছিলো তারা। বড়তাকিয়া এলাকায় একজন মানসিক রোগীকে বাঁচাতে গিয়ে আসামির বহন করা গাড়িটি হঠাৎ ব্রেক করে। ফলে গাড়ি দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম,মঙ্গলবার ০২ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম