আসন্ন পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ইতোমধ্যে আয়োজক কমিটির সঙ্গে আমরা আলাদা আলাদা বৈঠক করেছি। যেসব স্থানে আশুরা পালন করা হয় তার আশপাশে চেকপোস্ট ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। থাকবে গোয়েন্দা তৎপরতাও। এছাড়া যেসব স্থানে তাজিয়া মিছিল বের হবে সেখানে ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল ইউনিট থাকবে। যেসব রাস্তা দিয়ে মিছিল হবে সেসব রাস্তা নিরাপত্তা চাদরে ডাকা থাকবে।
তিনি বলেন, হোসেনি দালানের আশপাশের এলাকার ছাত্রাবাস ও মেসগুলো আশুরার সময় নজরদারির আওতায় নিয়ে আসা হবে। সেগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হবে। গুজব এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি বাড়ানো করা হবে। কেউ উল্টা-পাল্টা কোনো বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, লক্ষাধিক মানুষ তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন। এজন্য কিছু কিছু রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আশা করি সবাই এটা স্বাভাবিকভাবে মেনে নেবেন।
ঢাকা,বৃহস্পতিবার ০৪ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।