মোঃ নজরুলইসলাম নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের (চরভাসানিয়া) ভঙ্গারচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত আটটি বাড়িতে ভাংচুর, লুটপাট এবং হামলা করা হয়েছেএমন কি বেশ কয়েকটি গবাদী পশু ও লুট করা হয়েছে। গত ৯ আগষ্ঠ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী থানার ভঙ্গারচরে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরেই পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ও বর্তমান মেম্বার হারুণ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই জেরধরে আমাদের ঘরের টাকা, স্বর্ণ, মূল্যবান জিনিস ও গোয়ালের গরু পর্যন্ত নিয়ে যায় সিরাজ চেয়ারম্যান এর লোকজন। আমরা এখন নিঃস্ব।
ঘটনার দিন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের লোকজন প্রতিপক্ষ হারুণ মেম্বারের সমর্থকদের অন্তত আটটি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর এবং লুটপাট করে। খবর পেয়ে ভঙ্গারচর নৌ-ফাড়ি এবং মাধবদী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে পৌছে সিরাজ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন শুক্করআলী আলাউদ্দীন বাড়ি থেকে ৬টি গরু উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরের দিন ১০ আগষ্ট রাতের বেলা কাঠালিয়া ইউনিয়নের আবদুল্লাহ কান্দী গ্রামের এরশাদ মিয়ার বাড়ি ৩ টি গরু উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।