রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকা (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতা রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে এসে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলটিতে ওঠেন সিদ্দিকা।
তারা হোটেলটির ৩০৫ নম্বর কক্ষে ওঠেন। সেখানেই হত্যাকাণ্ড ঘটে। পরে সেই কক্ষ থেকে সিদ্দিকার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে সিদ্দিকার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ১১ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।