নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৩) নামে এক তরুণ খুন হয়েছেন৷ রোববার (১৪ আগস্ট) ভোরে পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু৷ওসি বলেন, নিহতের হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে৷ তার পরনের প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র ছাড়া আর কিছু পাওয়া যায়নি৷ রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে ধারণা করছেন তারা৷ নিহত সাইফুল ইসলাম শেরপুর সদরের গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।নিহতের ছোট বোন জামাই সফিকুল বলেন, সাইফুল বেকার। তাই আমার মুন্সিগঞ্জের কর্মস্থলে আসার জন্য বলি। এখানে আসলে তাকে একটি চাকুরি সংগ্রহ করে দেব বলেছিলাম।
সফিকুল জানান, সাইফুল শনিবার রাতে শেরপুর থেকে বাসে চড়ে রোববার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামেন। এখান থেকে মুন্সিগঞ্জে যাওয়ার ব্যাপারে জন্য তাকে (সফিকুল) ফোনকল করেন। তখন সাইফুলকে মোক্তারপুরের অটোরিকশায় উঠতে বলেন তিনি। এর কিছুক্ষণ পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুষ্কৃতীরা।
নারায়ণগঞ্জ,রোববার ১৪ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।