বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন সমুদ্র। সোমবার সকালে সৈকতে থাকা পর্যটকদেরকে বার বার মাইকিং করে নিরাপদে থাকার
নির্দেশ দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশ। সবকিছু উপেক্ষা করে কেউ কেউ মেতেছেন ঢেউয়ের তালে তালে। আবার কেউ বৃষ্টি উপভোগ হৈ-হুল্লোড় করছেন সৈকতে। এছাড়া অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন। পদ্মা সেতু উদ্ভোধনের পরে থেকেই পর্যটকদের আনাগোনা বেড়েছে। তাই বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন বয়সের ভ্রমন পিপাসুদের আনন্দ কমতি নেই এমটাই জানিয়েছেন
স্থানীয়রা। আগত পর্যটক সাব্বির জানান,বন্ধুদের নিয়ে গোসল করছি, একদিকে
বৃষ্টি অন্যদিকে সমুদ্রের ঢেউ এ এক অন্যরকম অনুভুতি। তবে পুলিশ বার বার
মাইকিং করায় বেশি দূরে যাচ্ছি না। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আমরা বার বার মাইকিং করেছি। তবে ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে তাদের টিম টহলে রয়েছে বলে তিনি জানান।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ১৪ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম