৪ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় দিল্লির রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে শেখ হাসিনাকে এ উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী একটি অশ্বারোহী দল ‘এসকর্ট’ করে তাকে ভবনের গেট থেকে অনুষ্ঠান প্রাঙ্গণে নিয়ে আসেন।
রাষ্ট্রপতি প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে গান স্যালুট দেওয়া হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত তার মন্ত্রী সভার সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিচয় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মন্ত্রী সভার সদস্যদের নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
ঢাকা,মঙ্গলবার ৬ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।