সড়ক দুর্ঘটানায় প্রাণ গেল তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসেনের। ছোটপর্দায় কাজ করছিলেন নিয়মিত। নির্মাতাদের কাছে এক পরিচিত আর ভরসার নাম জাহিদ হোসেন। মাসখানেক আগেও দেশীয় চিত্রগ্রাহকদের প্রাপ্য সম্মানের দাবিতে যিনি সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। জাহিদ আজ চিরঘুমে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে মোটরসাইকেলে করে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের চকরিয়ার বানিয়ারছড়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাহিদ হোসাইনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ভিকি জাহেদ। তার সঙ্গে প্রায় দশটি নাটকে কাজ করেছেন এই সিনোট্রোগ্রাফার। এরমধ্যে ‘ভুলজন্ম’, ‘জন্মদাগ’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চম্পা হাউজ’ দর্শক নন্দিত।
জাহিদ হোসাইন মারা যাওর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন ভিকি জাহেদ। কান্নজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তিনি অনেক ভালো একজন মানুষ ছিলেন জাহিদ ভাই। এভাবে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবেন, কখনো ভাবতে পারিনি। কিছুদিন পর আমার সঙ্গে তার নতুন একটি কাজ করার কথা ছিল। তার একটি ছোট মেয়ে আছে, বাবা ছাড়া মেয়েটির কী হবে-ভাবতেই কষ্ট লাগছে। সবার কাছে উনার জন্য দোয়া চাইছি। ’
তিনি আরো জানান, জাহিদ হোসাইনের সঙ্গে ভ্রমণসঙ্গী হিসেবে নাঈম ফুয়াদ নামে আরেকজন সিনেমাটোগ্রাফার ছিলেন, তিনি সুস্থ আছেন।
চট্টগ্রাম,বুধবার ১৪ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম