গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে আগুন লাগার এক পর্যায়ে মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা জানা যাবে।
গাজীপুর,মঙ্গলবার ২০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।