পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেন।এদিকে দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।
জানা গেছে, পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
এর আগে ২৫ সেপ্টেম্বর দুপুরে করতোয়া নদীতে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়।
পঞ্চগড়,মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।