আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণঅন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো ২৭ জন।
আফগান পুলিশের বরাত দিয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণটি ঘটেছে কাবুলের পশ্চিমাঞ্চলে। সেখানে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগই জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠীর মানুষ। এই গোষ্ঠীর লোকেরা এর আগে আইএস জঙ্গি এবং অন্যান্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের পক্ষ থেকে বলা হয়, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হামলার সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দুর্ভাগ্যবশত ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ৩০ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।