রাজধানীর পরিবাগে ফুটওভার ব্রিজে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের আবদুস সাত্তার ওরফে নিলা (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে নীলাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অপর হিজড়াদের বরাতে ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত নায়েক মো. ফেরদৌস আলম জানান, শাহবাগ পরিবার ফুটওভার ব্রিজের উপরে দুই ছেলে নীলার গলায় ছুরিকাঘাত করেছে। নিহতের গলায় চুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তবে আসলে ঘটনাটা কোথায় কি কারণে ঘটেছে বিস্তারিত জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, শোনা যাচ্ছে পরিবাগ ফুটওভার ব্রিজের উপরে বা আশেপাশে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত জেনে বলা যাবে।
ঢাকা,শুক্রবার ৩০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।