বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জগঠনের তারিখ পিছিয়ে আগামী বছর ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল।
কিন্তু এদিন খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং চার্জশুনানির জন্য আইনজীবীদের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সময় আবেদন করা হয়।
আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির এ তারিখ ঠিক করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য জানান।
ঢাকা,রোববার ১৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।