বান্দরবান ও রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র সাত জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চীন ন্যশনাল ফ্রন্টের তিন জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। এক সপ্তাহের বেশি সময় ধরা চলা এ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র-গোলাবারুদ এবং প্রশিক্ষণ সামগ্রী।কথিত হিজরতের নামে জঙ্গি তৎপরতা যুক্ত হতে ঘর ছেড়েছিল সাত তরুণ। মূলত জঙ্গি সংগঠনকে টাকার বিনিময়ে প্রশিক্ষণ দিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি।
বেশ কিছুদিন ধরে রাঙামাটি এবং বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তৎপরতার তথ্য আসে যৌথবাহিনীর কাছে। এমনকি কথিত পতাকা এবং ম্যাপ’ও তৈরি করেছিল তারা। কিন্তু কথিত হিজরতের নামে জঙ্গি তৎপরতায় জড়ানো তরুণরা প্রশিক্ষণের জন্য কুকি-চীনের সাথে যোগ দিয়েছিল। আর তাতেই নড়েচড়ে বসে যৌথবাহিনী। শুরু হয় সাঁড়াশি অভিযান।
রাঙামাটি ও বান্দরবানের দুর্গম অঞ্চলের এ অভিযানে জঙ্গিবাদে জড়িত নবগঠিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সক্রিয় সদস্য সাত তরুণকে আটকের পাশাপাশি সন্ধান পায় প্রশিক্ষক হিসেবে কাজ করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের তিন সদস্যের।গ্রেফতার জঙ্গিরা হলো- পিরোজপুরের শাহ আলমের ছেলে ইমরান হোসাইন ওরফে শাওন (৩১), সুনামগঞ্জের মৃত সৈয়দ আবুল কালামের ছেলে সৈয়দ মারুফ আহমদ ওরফে মানিক (৩১), ঝিনাইদহের মৃত গোলাম কিবরিয়ার ছেলে কাওসার শিশির (৪৬), সিলেট বিয়ানীবাজারের ফয়জুল হকের ছেলে জাহাঙ্গীর আহমেদ ওরফে জনু (২৭), বরিশালের নয়ন মৃধার ছেলে মোহাম্মদ ইব্রাহিম আলী (১৯), সিলেটের আতিকুল আলমের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে বাপ্পী (২৩), সিলেটের চাতকের আবদুস সালামের ছেলে রুফু মিয়া (২৬)। গ্রেফতার কেএনএফের সদস্যরা হলো- রোয়াংছড়ির বাজার এলাকার লালমুন সয় বমের ছেলে জৌথান স্যাং বম (১৯), লালমিন সম বমের ছেলে স্টিফেন বম (১৯) ও জিক বিল বমের ছেলে মালসম বম (২০)।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বান্দরবানে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, নবগঠিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির হিসাবে রয়েছে আনিসুর রহমান ওরফে মাহমুদ। শুরা সদস্য আবদুল্লাহ মাইমুন দাওয়াতী শাখার প্রধান।গত এক বছরের বেশি সময় ধরে জঙ্গি সংগঠনের অন্তত ৫০ জন সদস্য দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিয়েছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র।
সংবাদ সম্মেলনে নতুন করে আরও ১৭ জন নিখোঁজ জঙ্গি সদস্যের পরিচয় প্রকাশ করার বিষয়টিও জানানো হয়। এ নিয়ে মোট ৫৫ জনের পরিচয় প্রকাশ করা হলো। যার অধিকাংশ সদস্য দুর্গম পাহাড়ে পলাতক অবস্থায় প্রশিক্ষণ নিচ্ছে।যৌথ বাহিনীর এই অভিযানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের একটি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। তবে বাকি আস্তানাগুলোর সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।
বান্দরবান,শুক্রবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।