রাজধানীর বাড্ডা আলীর মোড়ের বাসা থেকে দাউদ ইসলাম সাগর (২৮)নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে বাড্ডার আলীর মোড়ের বাসা থেকে সাগরের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে বেলা পৌনে ৩টার দিকে বাড্ডায় আলীর মোড়ের বাসা থেকে সাগরের মৃতদেহ উদ্ধার করি। এসময় সে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলছিল। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পারিবারিক কারনে সে আত্মহত্যা হয়েছে।
মৃত সাগরের বন্ধু শাওন মাহমুদ জানান, সাগরের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাঙলকোর্ট উপজেলায়। বাবার নাম আব্দুল মান্নান। বর্তমানে বাড্ডার আলীর মোড়ের বাসায় ভাড়া থাকতো। তবে পারিবারিক কোনো কারণে সে আত্মহত্যা করতে পারে।
ঢাকা,মঙ্গলবার ২৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।