আয়কর রিটার্ন দাখিলসহ সব ধরনের সেবা দিতে করসেবা মাস ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে নভেম্বর মাস জুড়ে পাওয়া যাবে করসেবা।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে করসেবা মাসের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সব কর অঞ্চলে বিগত বছরের মতো মেলার পরিবেশে নভেম্বর মাসের ১-৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা দেওয়া হবে।
তিনি বলেন, আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বাড়ানো ও আরও নিবিড় করসেবা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবারের মতো নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করে। করসেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ০১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।