পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে একটি জলাবদ্ধ খাদে মিনিবাস পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। পাকিস্তান পুলিশের বরাত দিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের বন্যায় ভেসে যাওয়া সিন্ধু প্রদেশের একটি পানিতে ভরা খাদে মিনিবাসটি পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তা ইমরান কোরেশি বলেন, ভ্যানটি খাইরপুর জেলা থেকে যাত্রী নিয়ে শেহওয়ানে যাচ্ছিল। তিনি বলেন, ১৩ জন যাত্রীকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ থেকে ১৫ বয়সী ১০ জন শিশু রয়েছে। এ ছাড়া আটজন নারী মারা গেছেন। আহত দুজনের অবস্থা গুরুতর।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৮ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।