আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি আসামিসহ জড়িতদের প্রত্যেককে শনাক্ত করে খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, তাদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি, ডিবি, সিটিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিট।
রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন ও কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন সিটিটিসি প্রধান।তিনি বলেন, আজ কোর্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কয়েকজন জঙ্গি সদস্যের হাজিরা ছিল। কোর্ট থেকে হাজতখানায় নেওয়ার পথে অন্য সহযোগীদের সহযোগিতায় দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেওয়া দুই সদস্যই আনসার আল ইসলামের সদস্য। তারা হলেন—মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।
ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাকিবুর অভিজিৎ হত্যা মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রোববার তাদের মোহাম্মদপুর থানায় দায়ের করা অপর একটি মামলায় শুনানির জন্য আদালতে আনা হয়েছিল বলে জানান সিটিটিসি প্রধান।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটিটিসি অভিযান পরিচালনা করছে। আমরা আশা করছি তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।
ঢাকা,রোববার ২০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।