রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম শিকদার বাবু (৩২)।নড়াইলের নড়াগাতী থানার কহরডাঙ্গা এলাকার মোস্তাইন শিকদারের ছেলে।বাবুর বড় ভাই মামুনুর রশিদ ও নির্মাণাধীন ভবনের সুপারভাইজার আবুল কালাম জানান, খিলগাঁও বনশ্রীর এম ব্লকের আট নম্বর রোডের ৮৪ নম্বর ভবনে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন বাবু। বিকেলে নির্মাণাধীন ভবনের আটতলায় বাবু ও তার সহযোগী কাজ করছিলেন। এ সময় সেখান থেকে নিচে পড়ে যান বাবু। পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা,বৃহস্পতিবার ২৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।