রাজধানীর কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ১১ টা ৪৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটানের স্থলে চারটি ইউনিট কাজ করার পর ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানাটি ছিল একটি টিন সেডের। হতাহতের কোনো সংবাদ নেই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ছোট একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ঢাকা,বৃহস্পতিবার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।