ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বাংলার এই বসন্তের আগমনে গাছে গাছে নতুন ফুলের কুড়ি। বসন্তের বাতাসে ছড়িয়ে যাবে নতুন আগমনে।আমের মুকুলে বড়ে যাবে গাছ। বসন্তে বাতাসে আসবে মৌমাছি। বসন্ত এসে গেছে- আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজের প্রথম দিন। কোকিল না ডাকলে বা শিমুল-পলাশের দেখা না পেলে নাকি বসন্ত আসে না! তবে এখন নাগরিক ব্যস্ততার কারণে দিনপঞ্জির পাতা দেখেই সদর্পে বাসন্তী শাড়িতে তরুণীরা বেরিয়ে পড়েন উত্সবে। তারাই যেন আমাদের নগরজীবনের বসন্ত-দূত। যারা বসন্তের গন্ধ দিব্যি ভুলে আছেন, তারা কিন্তু বাসন্তী শাড়িতে বসন্ত-দূত দেখেই বুঝে ফেলবেন মধুর বসন্ত এসেছে প্রকৃতিতে।দখিনা হাওয়া, মৌমাছিদের গুঞ্জরণ, কচি-কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে ওঠার দিন আজ। লাল আর বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে এ ক্ষণে বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি। তরুণীদের খোঁপায় শোভা পাবে গাঁদা ফুলের মালা। বসন্তের আনন্দযজ্ঞ থেকে বাদ যাবে না গ্রামীণ জীবনও। বসন্তকে তারা আরও নিবিড়ভাবে বরণ করবেন। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়ও।শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। মৃদুমন্দা বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে বসন্ত জানিয়ে দিচ্ছে, সত্যি সত্যি সে ঋতুর রাজা। লাল আর হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সাথে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি।
এই নতুন বসন্তের বাসন্তি সুভেচ্ছা রইল সকল পাঠক সুভানুধায়ীদের জন্য। আজি এই বসন্তের সুভেচ্ছা বিলিয়ে দিলাম সকলের জন্য। http://www.hbnews24.com পক্ষ থেকে সবাই জানাই বসন্তের সুভেচ্ছা। সবার জীবনে বয়ে নিয়ে আসুক আনন্দের ধারা। দেশের হানা হানি মারা মারি ভুলে গিয়ে আজ আমরা সবাই বসন্তের হিমেল বাতাসের মত সবাই দেশের জন নিজেদের বিলিয়ে দেব এই আমাদের হউক আজকের অঙ্গিকার।
কাজী আবু তাহের মো. নাছির।
(সম্পাদক- এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।)
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)
এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।
ঢাকা, ১৪ মঙ্গলবার,ফেব্রুয়ারি, এইচবি নিউজ টুয়েন্টিফোর ডটকম।