আজ মঙ্গলবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।ইসলামে এ রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানেরা তাই পবিত্র এ রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।
পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছিল রমজান মাসের লাইলাতুল কদরে। এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পবিত্র লাইলাতুল কদর মুমিন মুসলমানের জন্য আল্লাহর দেওয়া সেরা নিয়ামত। যদিও শেষ দশকের বেজোড় রাতগুলো লাইলাতুল কদর তালাশ করার দিকনির্দেশনা এসেছে, তথাপি অনেক মুসলমান ২৬ রমজান দিবাগত রাতটি ‘লাইলাতুল কদর’ পাওয়ার আশায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকেন।
সেই হিসাবে আজ ২৬ রমজান মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে কাঙ্ক্ষিত পবিত্র ‘লাইলাতুল কদর’। দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত এ মহিমান্বিত রজনী।
লাইলাতুল কদর কতটুকু শ্রেষ্ঠ, তা পবিত্র কুরআনে বলে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। ’ (সূরা কদর, আয়াত: ৩)। হাজার মাসকে বছরে গণনা করলে তা হয় ৮৩ বছরের বেশি।
ঢাকা,মঙ্গলবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।