রাজধানীর গুলশান শাহজাদপুর ক্যামব্রিয়ান স্কুলের সামনের সড়কে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে বিকেল সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের নাম সদরুল হক (২৮) তিনি খিলগাঁও বিদ্যুৎ অফিসের ফিল্ড অফিসার আউট সোর্সিংয়ে কাজ করতেন।মৃত সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তারা দুজনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ে কাজ করেন। তারা দুপুরে অফিস থেকে মোটরসাইকেলযোগে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ার দূতাবাসে যান সদরুলের ভিসার জন্য। সেখানকার কাজ শেষ করে খিলগাঁওয়ের অফিসে ফিরছিলেন তারা। তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন মমিনুর। এ সময়ে সুবাস্তু টাওয়ারের কাছাকাছি আসলে পেছন থেকে ভিক্টর ক্লাসিক নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পিছন থেকে পড়ে যায় সদরুল। এ সময় বাসটি তার ওপরে উঠে যায়। পরে তাকে দ্রুত উত্তর বাড্ডা এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে মারা যান সদরুল।
মৃত সদরুলের স্ত্রীর বড় ভাই মামুনুর রশীদ জানান, সদরুলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। বর্তমানে স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।