টাঙ্গাইলের ধনবাড়ীতে বাঘিল বাজার এলাকায় বাসের ধাক্কায় বেটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই ) ইদ্রিস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।
ঢাকা,রোববার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।