ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যানে থাকা দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কাশিপুর পৌর কলেজের সামনে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহড়াসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন ও কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোলেমান হোসেন (৬০)।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর,বৃহস্পতিবার ০৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।