দিনাজপুরে খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার মোবারকপুর অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিমপাড়া এলাকার কনসের আলীর হামিদুল ইসলাম (৩৫) ও নীলফামারীর জলঢাকার মৃত আলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪০)। তারা দুইজনেই নীলফামারীতে ব্র্যাকে কর্মরত ছিলেন বলে জানা গেছে।পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। নিহতদের পরিবারে খরব দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন।
দিনাজপুর,বৃহস্পতিবার ০৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।