চট্টগ্রামে পতেঙ্গায় রিকশার ওপর লরি থেকে কন্টেইনার পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, বেলা ১২টার দিকে শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হচ্ছিল। এ সময় পতেঙ্গা থানার সামনে হঠাৎ লরি থেকে একটি বড় কন্টেইনার রিকশার উপরে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন।
চট্টগ্রাম,বুধবার ১০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।